শ্রীমঙ্গলে চা শ্রমিক পরিবারকে হাজি মুজিবের আর্থিক অনুদান

July 26, 2025,

সালেহ আহমদ (স’লিপক) : শ্রীমঙ্গল উপজেলার ৭নং রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানে সম্প্রতি সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহত চার তরুণের পরিবারকে বিএনপি নেতা আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব) এর ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার ২৫ জুলাই বিকালে উপজেলার রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহত রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭) এর শ্রাদ্ধ অনুষ্ঠানে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল কমলগঞ্জ) আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব)কে নিমন্ত্রণ করলে তিনি নিহত তরুণদের পরিবারকে এ আর্থিক সহায়তা প্রদান করেন।

আর্থিক সহায়তা প্রদানকালে হাজি মুজিবের পক্ষে প্রতিনিধি হিসেব উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আজির উদ্দিন, যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক রুমেন চৌধুরী, বিএনপি নেতা দক্ষিণা বিশ্বাস, সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন, শ্রীমঙ্গল উপজেলা যুবদল নেতা সোহেল আহমেদ, শ্রীমঙ্গল পৌর যুবদল নেতা এমদাদুল হক রাজিব, রাজঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামিম আহমেদ, বিএনপি নেতা সুমন তাতি, ছাত্রদল নেতা হেলাল, যুবদল নেতা রাজকুমার তাতি, পঞ্চায়েত সভাপতি লালন তাতি প্রমুখ।

নিহতদের পরিবারবর্গের হাতে সহায়তার অর্থ তুলে দেন প্রতিনিধিরা। এসময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com