কুলাউড়া মনসুর মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় বিদ্যোৎসাহী সদস্য হলেন সাংবাদিক মহি উদ্দিন রিপন

স্টাফ রিপোর্টার : কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী মনসুর মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হয়েছেন মাদ্রাসার প্রাক্তণ শিক্ষার্থী সাংবাদিক মহি উদ্দিন রিপন।
গত ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের (ঢাকা ও সিলেট বিভাগ) এর পরিদর্শক মোঃ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে তাকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়। এদিকে বুধবার ৩০ জুলাই বিকেলে গভর্নিং বডির সভাপতি মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ এর কার্যালয়ে প্রথম বৈঠকে পুর্ণাঙ্গ কমিটির কণ্ঠ ভোটে মাদ্রাসার প্রাক্তণ ছাত্র মোঃ সাইফুর রহমানকে গভর্নিং বডির সহ-সভাপতি নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিক্ষানুরাগী সদস্য মোঃ সোহেল আহমদ, ডাক্তার সদস্য- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি মোঃ মুতাহির আলী, মোঃ জালাল উদ্দিন, মোঃ রাজু মিয়া, অভিভাবক সদস্য- মোঃ হারুন মিয়া, মোঃ আক্তার মিয়া, নুর আলম। সদস্য সচিব হলেন মাদ্রাসার অধ্যক্ষ।
মাদ্রাসার নব-নির্বাচিত বিদ্যোৎসাহী সদস্য সাংবাদিক মহিউদ্দিন এক প্রতিক্রিয়ায় বলেন, মাদ্রাসার গভর্নিং বডিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য এক বিশাল সম্মান ও গৌরবের। ঐতিহ্যবাহী মাদ্রাসা এ অঞ্চলের ধর্মীয় ও আধুনিক শিক্ষার অন্যতম খ্যাতনামা প্রতিষ্ঠান। আমি নিজের সেরাটা নিংড়ে দিয়ে চেষ্টা করব মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় সম্পৃক্ত করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে। তিনি আরও বলেন, মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা ছাড়া এই উন্নয়ন সম্ভব নয়। আমি বিশ্বাস করি, সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা মাদ্রাসাটিকে কুলাউড়ার মধ্যে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ দিতে পারব।
উল্লেখ্য, সাংবাদিক মহি উদ্দিন উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের বাসিন্দা মৃত শাইস্তা মিয়ার ছেলে। তিনি মনসুর মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে ২০১১ সালে ফাজিল ( স্নাতক) পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করেন। পরে তিনি সিলেট এমসি কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তিনি সামাজিক অনেক কর্মকান্ডে সম্পৃক্ত রয়েছেন। এছাড়া তিনি উপজেলা প্রেসক্লাব কুলাউড়ার সহ-সাংগঠনিক সম্পাদক, দৈনিক কালবেলা, জৈন্তাবার্তার কুলাউড়া প্রতিনিধি ও অনলাইন পোর্টাল কেবিসি নিউজের বিশেষ প্রতিনিধির দায়িত্বে রয়েছেন।
মন্তব্য করুন