সরকারি বরাদ্দের সাথে নিজের পকেটের অর্থ দিয়ে ইউ.পি সদস্যের ড্রেন নির্মাণ

August 2, 2025,

হারিস মোহাম্মদ : সরকারি বরাদ্দের সাথে নিজের পকেটের অর্থ দিয়ে এক ইউ.পি সদস্য ড্রেন নির্মাণ করে দিয়েছেন। জানাগেছে, মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই চৌমুহনার বশির মিয়ার বাড়ি থেকে শুরু হয়ে কণ্টিনালা পর্যন্ত ১০৮ ফুট ড্রেন নির্মাণের জন্য ২০১৮-১৯ অর্থবছরে এলজিএসপি প্রকল্প থেকে ২ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। প্রকল্পের সভাপতি ইউ.পি সদস্য আব্দুল জব্বার ১০৮ ফুট কাজ শেষ আরোও অতিরিক্ত ১৮ ফুট কাজ বেশি করে ১২৬ ফুট ড্রেন নির্মাণ করেন।  ড্রেনটি সরকারী হিসাব থেকে আরোও ৩ ফুট উঁচু করা হয়। অতিরিক্ত প্রায় ৫০ হাজার টাকার কাজ ইউপি সদস্য তার নিজ অর্থায়নে করেন। কিন্তু একটি মহল এখানে কোনো কাজ হয়নি বলে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ২৯ জুলাই কাজের স্বচ্ছতা প্রমাণের জন্য ইউপি সদস্য আব্দুল জব্বার তার সময়ে নির্মাণ করা ড্রেনটি দৃশ্যমান আছে দাবি করে জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মাছুম রেজা, জুড়ী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, জুড়ী প্রেসক্লাব সভাপতি তানজির আহমদ রাসেল, সিনিয়র সহ-সভাপতি ইমরানুল ইসলামসহ গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ড্রেনটির মেনহোল খোলে দেখান এবং ফিতা দিয়ে আবারও মাপঝোঁক করেন। এসময় ইউপি সদস্য আব্দুুল বলেন, সরকারি বরাদ্দের সাথে আমি আরোও নগদ ৫০ হাজার টাকার অতিরিক্ত কাজ করিয়েছি। এই ড্রেন নির্মাণ প্রকল্পে যদি আমার কোনো অনিয়ম হয় তাহলে আমার বিচার হওয়া দরকার; আর যদি সঠিক কাজ হয়ে থাকে তাহলে আমার বিরুদ্ধে যারা অপ্রচার চালিয়ে যাচ্ছে তাদের বিচার দাবি করছি। জুড়ী প্রেসক্লাব সভাপতি তানজির আহমদ রাসেল ও সহ-সভাপতি ইমরানুল ইসলাম বলেন, আমরা কাগজপত্র দেখে সরজমিন ড্রেনটি পরিদর্শন করেছি এখানে সরকারি বরাদ্দের চেয়ে কিছুটা বেশি কাজ হয়েছে। এভাবে যদি সবাই কাজ করতো তাহলে দেশের চিত্র পাল্টে যেত। জুড়ী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম বলেন, ড্রেন আছে দেখতে পেয়েছি। জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মাছুম রেজা বলেন, এখানে সরকারি বরাদ্দের চেয়ে ইউপি সদস্য আব্দুল জব্বার বেশি কাজ করেছেন। সমালোচনা না করে ভালো কাজে সহযোগিতা করার জন্য সবাইকে আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com