কমলগঞ্জে জুলাই ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

August 3, 2025,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জে জুলাই-আগস্ট (২০২৪) গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের সুস্থতা কামনা, আলোচনা সভা ও “জুলাই ডকুমেন্টারি” প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৩ আগস্ট সকাল ১১টায় “জুলাই যোদ্ধা” কমলগঞ্জ উপজেলার আয়োজনে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। ব্যবসায়ী মো: মাজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন ও কমলগঞ্জ প্রেসক্লাব আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা ইমন হোসেন, সালেহ আহমদ, খালেদ আহমদ, মহিন মিয়া এবং নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বক্তারা গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে দেশের জন্য তাদের অবদানের কথা তুলে ধরেন। “জুলাই ডকুমেন্টারি” প্রদর্শনীতে গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ মুহূর্ত ও সংগ্রামী দৃশ্য ফুটিয়ে তোলা হয়।

অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণআন্দোলনের কর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। শেষে শহীদদের জন্য দোয়া ও আহতদের সুস্থতা কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com