কমলগঞ্জে জুলাই গণঅভ্যূত্থান দিবসে আলোচনা সভা

August 5, 2025,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে জুলাই গণঅভ্যূত্থান দিবস-২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে মঙ্গলবার ৫ আগস্ট সকাল ১১ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মো: মাসুক মিয়া, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, উপজলা প্রকৌশলী সাইফুল আযম, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, সাংবাদিক নির্মল এস পলাশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ভূঁইয়া রাজন রেজা প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com