অফিস বাজার টু শ্রীমঙ্গল কাঁচা রাস্তার উন্নয়ন নিয়ে জনসাধারণের হাট সভা

August 7, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের অফিস বাজার টু শ্রীমঙ্গল (রাখাল সূত্রধরের বাড়ি পর্যন্ত) কাঁচা রাস্তার উন্নয়ন করার জন্য ভুক্তভোগী জনসাধারণের হাট সভা অনুষ্ঠিত।

৭ আগস্ট সন্ধ্যায় এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক আব্দুল মুকতি’র সভাপতিত্বে ও রাজিব সূত্রধরের পরিচালনায় বক্তব্য রাখেন মো: রকিব মিয়া, বশির মিয়া, নিউটন সূত্রধর।

বক্তারা বলেন, ‘খুবি গুরুত্বপূর্ণ রাস্তা হলো অফিস বাজার টু শ্রীমঙ্গলের রাস্তা। এ রাস্তা দিয়ে অসংখ্য শিশু-কিশোর স্কুল, কলেজ, হাট-বাজারে যায়। এমন জনগুরুত্বপূর্ণ রাস্তা উন্নত করাই প্রথম অগ্রাধিকারে থাকা উচিত ছিল। অবিলম্বে রাস্তার উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদসহ সংশ্লিষ্ট কর্তৃকপক্ষের প্রতি আহ্বান জানানো হয়’।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক ও কৃষক নেতা জহর লাল দত্ত, বিজ্ঞান আন্দোলন মঞ্চ মৌলভীবাজার জেলা শাখার সংগঠক বিশ্বজিৎ নন্দী, শ্রমিক সংগঠক লিংকন মিয়া।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com