শ্রীমঙ্গলে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে সাবেক এমপি মরহুম শফিকুর রহমান ও চেয়ারম্যান আব্দুল হাই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কালাপুর ইউনিয়ন টিমকে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে সদর ইউনিয়ন টিম জয়লাভ করেছে।
শুক্রবার ৮ আগস্ট বিকাল ৪টায় শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্টিত হয়। খেলাটি স্থানীয় কয়েক হাজার দর্শক উপভোগ করেন। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের হাতে পুরস্কার তোলে দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। এসময় মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, আহ্বায়কক কমিটির সদস্য মশিউর রহমান রিপন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোছাব্বির আলী মুন্না, কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ সিদ্দিকী ও বিশিষ্ট ব্যবসায়ী শের আলী হেলাল চৌধুরী প্রমুখ, উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন