মনু নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ মছব্বির এর লা শ কুশিয়ারা নদী থেকে উদ্ধার
August 9, 2025,

স্টাফ রিপোর্টার : নিখোঁজের প্রায় ৪৮ ঘন্টা পর মছব্বির এর লাশ হবিগঞ্জের নবীগঞ্জের দীগলবাগ এলাকায় কুশিয়ারা নদী থেকে উদ্ধার করা হয়েছে।
গত ৬ আগস্ট রাত আনুমানিক ১১ ঘটিকার দিকে মৌলভীবাজার জেলার কাজীর বাজার পালপুর খেয়া ঘাটে মনু নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর বড়বাড়ি এলাকার মসব্বির। তিনি মৌলভীবাজার সরকারি কলেজ গেইট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আলাল আহমদের ছোটভাই। রাত অনুমান ১১টা থেকে মনুনদীর পালপুর খেঁয়াঘাটে নৌকা পারাপারের সময় নৌকা থেকে পানিতে পড়ে যায়, এই খবর পাওয়ার পর থেকে মনুনদী ও কুশিয়ারা নদীতে তার পরিবার লোক,আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব নৌকা নিয়ে খোঁজাখুঁজি করেন। পরে মছব্বির এর লাশ হবিগঞ্জের নবীগঞ্জের দীগলবাগ এলাকায় কুশিয়ারা নদী থেকে উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন