মৌলভীবাজারে নানা আয়োজনে বিশ্ব আদিবাসী দিবস পালিত
August 9, 2025,

স্টাফ রিপোর্টার : নানা আয়োজনে মৌলভীবাজারে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে।
বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলার আয়োজনে শনিবার ৯ আগস্ট দুপুরে একটি বর্ণাঢ্য ব্যালী বের হয়। ব্যালীটি জেলা শিল্পকলা একাডেমি ভবনের সম্মুখ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে আদিবাসীদের অধিকার প্রতিষ্টা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ- বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে বিভিন্ন আদিবাসীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মন্তব্য করুন