শ্রীমঙ্গলে গাঁজা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী গ্রে ফ তা র
August 10, 2025,

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গল থানার পুলিশের বিশেষ অভিযানে বৌলাশী এলাকা থেকে অবৈধ গাঁজা ও নগদ অর্থসহ নন্দ লাল ভৌমিক (৫৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার এসআই তপন চন্দ্র দাস ও তার সঙ্গীয় ফোর্স শনিবার দিবাগত রাতে ১নং মির্জাপুর ইউনিয়নের বৌলাশীর গ্রামের নন্দ লাল ভৌমিকের বসত ঘরে অভিযান পরিচালনা করে। অভিযানে নন্দ লাল ভৌমিকের বসতঘর তল্লাশি করে ২ কেজি গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ৩০,০০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন