১৫ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় ক্রিমসহ আ ট ক-২

August 10, 2025,

স্টাফ রিপোর্টার : সরকারের শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা প্রায় ১৫ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় ক্লপ-জি ক্রিমসহ একটি কাভার্ড ভ্যান ও দুই ব্যক্তিকে হানা দিয়ে আটক করেছে শেরপুর হাইওয়ে থানা পুলিশ।

শনিবার ৯ আগস্ট দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট শহর থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদ পাওয়ার পর হাইওয়ে পুলিশ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালায়। একপর্যায়ে শেরপুর বাজার এলাকায় সন্দেহজনক কাভার্ড ভ্যানটি থামিয়ে তল্লাশি করে আনুমানিক ১৫ লাখ ৭২ হাজার ৪৮০ টাকার ভারতীয় ক্লপ-জি ক্রিম জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- সিলেট জেলার জৈন্তাপুর থানার হেলিরাই এলাকার ফয়জুর রহমানের ছেলে চালক কুতুবউদ্দিন (২৫) এবং একই উপজেলার উত্তর মাহাইল এলাকার মৃত নুরুল হকের ছেলে মোঃ নূরুল আফসার ওরফে নাহিদ (২৮)। এ সময় জব্দকালে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ পরিদর্শক মো: আব্দুর রশিদ সরকার উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার এসআই ইমরুল সাহেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ক্লপ-জি ক্রিমসহ দুইজনকে আটক করা হয়েছে। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৭২ হাজার ৪৮০ টাকা। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা সিলেট থেকে পণ্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। তবে এই চোরাচালানের মূল হোতা বা পেছনের কারা জড়িত সে বিষয়ে তারা কিছুই জানায়নি। বর্তমানে কাভার্ড ভ্যান, পণ্য এবং আটক দুইজন পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনাটি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com