বৈষম্যহীন সমাজ নির্মাণে বামপন্থার শক্তিকে বিকশিত করার আহ্বানে বাম জোটের সমাবেশ ও মিছিল

August 10, 2025,

স্টাফ রিপোর্টার : জুলাই গণ-অভ্যুত্থানের বৈষম্যবিরোধী আকাঙ্খা বাস্তবায়নে বামপন্থীদের সংগ্রামে সামিল হওয়ার আহ্বানে ১০ আগস্ট রবিবার বিকাল ৫টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমান। সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখার সদস্য অ্যাডভোকেট আবুল হাসান।

জুলাই হত্যাকাণ্ডের বিচার করা, মব সন্ত্রাস, খুন-ধর্ষন, নারী নির্যাতন, সাম্প্রদায়িকতা বন্ধ করা, মৌলভীবাজার শহরে ব্যবসায়ী হত্যাসহ সারাদেশে সংগঠিত সকল হত্যার বিচারের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু, সিপিবি জেলা কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন, জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুক মিয়া, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশি, বাসদ জেলা সদস্য বিশ্বজিৎ নন্দী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি মনিষা ওয়াহিদ, মৌলভীবাজার জেলা সভাপতি জ্যোতিষী মোহন্ত, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর প্রমুখ।

নেতৃবৃন্দের মধ্যে সমাবেশে আরও উপস্থিত ছিলেন সিপিবি জেলা সম্পাদকমন্ডলীর সদস্য জহর লাল দত্ত, কমলগঞ্জ উপজেলা কমিটি সাধারণ সম্পাদক সাইফুর রহমান, বাসদ জেলা সদস্য ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলা সংগঠক হৃদয় অধিকারী, বাসদ জেলা সদস্য দীপংকর ঘোষ, চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কিরণ শুক্ল বৈদ্য, বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা সভাপতি আবু রেজা সিদ্দিকী ইমন, সাধারণ সম্পাদক মনতোষ দাস, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, বাংলাদেশ কৃষক সমিতি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত দেবনাথ প্রমুখ বাম গণতান্ত্রিক জোটভুক্ত দলসমূহের নেতাকর্মীরা।

সমাবেশ পরবর্তী শহরে প্রেসক্লাব থেকে চৌমুহনা পর্যন্ত লাল পতাকার মিছিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com