কুলাউড়ার পরিবর্তন হবে ডা. শফিকুর রহমান নির্বাচিত হলে: প্রবাসী সাংবাদিক দিপু

August 11, 2025,

এস আর অনি চৌধরী : কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক এমদাদ চৌধুরী দিপু। রবিবার ১০ আগস্ট রাতে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সভায় তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুলাউড়ার কৃতী সন্তান ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান নির্বাচিত হলে কুলাউড়া ও দেশের পরিবর্তন ঘটবে।

তিনি আরও বলেন, বিপ্লবের পরও দেশ এখনো আগের মতোই রয়ে গেছে। কুলাউড়াকে পরিবর্তন করতে যেকোনো সহায়তায় আমি প্রস্তুত। কুলাউড়া ভালো থাকলে আমিও ভালো থাকবো।

সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খানের রাজনীতির প্রসঙ্গ টেনে দিপু বলেন, তিনি অতীতে তিনবার লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। এখন শোনা যাচ্ছে, তিনি ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। হলে এটি হবে কুলাউড়ার রাজনীতিতে জার্সি বদলের এক ইতিহাস।

সভায় গাজীপুরে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ও নিউইয়র্ক পুলিশের কর্মকর্তা, কুলাউড়ার সন্তান দিদারুল ইসলামকে স্মরণ করা হয়।

দৈনিক আমার দেশ প্রতিনিধি চৌধুরী আবু সাইদ ফুয়াদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, দৈনিক প্রভাতবেলার সম্পাদক কবির আহমদ সোহেল, বাসসের সিলেট প্রতিনিধি শুয়াইবুল ইসলাম, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, দৈনিক বাংলাবাজার ও সারাবাংলার সিলেট প্রতিনিধি জুলফিকার তাজুল, খোলা কাগজ প্রতিনিধি তাজুল ইসলাম, সাপ্তাহিক বেনিআসহকলা সম্পাদক আশরাফুল ইসলাম খান হিরো, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, আমার সংবাদ প্রতিনিধি এইচডি রুবেল প্রমুখ। সভায় কুলাউড়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com