কার্ডিফে  দারুল ক্বিরাত ২০২৫ এর সার্টিফিকেট ও এওয়ার্ড বিতরণী অনুষ্ঠান

August 12, 2025,

লন্ডন প্রতিনিধি : শুদ্ধ করে পবিত্র আল-কুরআন শিক্ষার অনন্য প্রতিষ্ঠান হচ্ছে দারুল ক্বিরাত।  শুধু বাংলাদেশে নয় সমগ্র বিশ্বময় ইসলামের সঠিক আকিদার আলো ও ইসলামী সংস্কৃতি প্রসারে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলেছে।

দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক সংগঠন, যাহা ১৯৫০ সালে শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) প্রতিষ্ঠা করেছিলেন।

প্রতি বছরের ন্যায় এ বছর গ্রীষ্মকালীন ছুটিতে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকের তত্ত্বাবধানে ব্রিটেনের ৬৩ কেন্দ্রে প্রায় তিন সহস্রাধিক ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে দারুল ক্বিরাত তথা ইনটেনসিভ তাজবীদ কোর্স ২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করার মাধ্যমে যথাযথভাবে গুরুত্বসহকারে প্রতিটি সেন্টার এর শ্রদ্ধেয় নাজিম মহোদয় ও দায়িত্বশীল ক্বারী এবং শিক্ষকবৃন্দ ক্লাস পরিচালনা করে আসছেন ।

কার্ডিফ দারুল ক্বিরাত ব্যবস্থাপনা কমিটির এক সভা গত ১২ আগষ্ট বাদ যোহর কার্ডিফ জালালিয়া মসজিদে কার্ডিফ দারুল ক্বিরাত সেন্টার এর নাজিম ও আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়োলস ডিভিশনের সহ সভাপতি  মাওলানা আব্দুল মোক্তাদির এর সভাপতিত্বে এবং আনজুমানে আল ইসলাহ কার্ডিফ শাখার সাধারন সম্পাদক ক্বারী মো: মোজাম্মেল আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

সভায় দারুল ক্বিরাত সেন্টার এর এওয়ার্ড  প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠানকে সফল করতে সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ, বিশিষ্ট সমাজসেবক আকিল আহমেদ, কার্ডিফ শাহজালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টার এর ট্রাষ্টি মোহাম্মদ মকিস মনসুর, হাফিজ মাওলানা জালাল উদ্দীন, ক্বারী নুরুল ইসলাম, ক্বারী শাহ মোহাম্মদ তসলিম, আনসার মিয়া, শেখ মো: আনোয়ার, মোহাম্মদ আব্দুল হামিদ, ও সাজ্জাদুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় আগামী ২৩ শে আগস্ট শনিবার কার্ডিফ জালালিয়া মসজিদে বাদ যোহর ২ ঘটিকায় এওয়ার্ড  প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে। এই মহতি পোগ্রামকে  সফল করতে কমিউনিটির সবার সহযোগিতা কামনা করেছেন দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকের কার্ডিফ শাখার নেতৃবৃন্দ।

পরিশেষে আনজুমানে আল ইসলাহ কার্ডিফ শাখার প্রেসিডেন্ট ক্বারী নুরুল ইসলাম এর দোয়ার মাধ্যমে  সভার সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com