বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে স্বাস্থ্য সচেতনতামূলক সভা

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে স্পেশাল অল্মিপিক বাংলাদেশ এর সহযোগিতায় ফ্যামেলী হেলথ ফোরামে এর উদ্যোগে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অভিবাবকদের নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ আগস্ট মঙ্গলবার সদর উপজেলার ব্লুমিং রোজেস বিদ্যালয়ের অভিভাবকগনের অংশ গ্রহনে স্বাস্থ্য সচেতনতামূলক সভা বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের পরিচালক ডিডি রায় বাবলুর পরিচালনায় অনুষ্ঠানে রির্সোসপারসন হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার ২৫০ শষ্যা হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা: রাজিব দত্ত ও জেলা প্রতিবন্ধী ও সেবা কেন্দ্রের ডা: সনজিব মৈত্য। স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী ও সেবা কেন্দ্রের জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল, জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানে বিশেষ চাহিদা সমপন্ন শিশুর অভিবাবকগন ও শিক্ষাথৃীরা অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে স্পেশাল অল্মিপিক বাংলাদেশ এর অফিসিয়াল মোফাজ্জল হোসেন ম্যানেজার হেলথ, অরিন্দন পান্ডে, চীফ কো-অডিনেটর,মো: রাজিবুল ইসলাম, কো-অডিনেটর, হেলথ, রাসেল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন