শ্রীমঙ্গলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের র্যালী, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, মশক বিরোধী অভিযান, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তা শ্রীমঙ্গলে যৌথ উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সুয়েব হোসেন চৌধুরী, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ প্রমুখ। অনুষ্ঠানে এমসিডা, ম্যাক বাংলাদেশ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইয়ুথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ, সৃস্টি সমাজ কল্যায়ন সংস্থা, কারিতাসসহ বিভিন্ন এনজিও সংগঠন অংশগ্রহণ করে।
অনুষ্ঠান শেষে যুব উন্নয়নের বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৪০ জনের মধ্যে সনদপত্র ও ব্যাগ বিতরণ করা হয়।
মন্তব্য করুন