মৌলভীবাজারে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

August 12, 2025,

পলি রানী দেবনাথ : ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে।

১২ আগস্ট মঙ্গলবার দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গন থেকে র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে  শেষ হয়। র‌্যালী পরবর্তীতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, মৌলভীবাজারের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

এসময় তিনি বলেন, যুব সমাজ একটি দেশের উন্নয়নের চালিকা শক্তি। যুব সমাজের দক্ষতা উন্নয়নের জন্য শিক্ষা, প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। এছাড়াও, তাদের মধ্যে দেশপ্রেম ও নৈতিকতাবোধ জাগ্রত করতে হবে। একটি দক্ষ যুব সমাজ একটি সমৃদ্ধশালী দেশ গঠনে অপরিহার্য। যুব সমাজ যত বেশি দক্ষ হবে দেশ তত সমৃদ্ধির দিকে অগ্রসর হবে। তাই যুবসমাজকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। তবেই এগিয়ে যাবে যুবসমাজ, এগিয়ে যাবে দেশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের। যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ইকবাল নাছিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফরহাত নূর।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সবাইকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো: রফিকুল ইসলাম, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানাজার মোঃ মেহেদি হাসান, রুপান্তর এর আস্থা প্রকল্পের সিলেট ক্লাস্টার এর কো-অর্ডিনেটর হাসান তারেক, রংধনুর সাতরং এর নির্বাহী পরিচালক নাসির উদ্দিন আহমদ উজ্জল, প্রশিক্ষনার্থী ঝুমা আক্তার, সুশান্ত লস্কর, সফল আত্মকর্মী হাসানুল বান্না সজীব।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসের কর্মকর্তা, প্রশিক্ষনার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভা শেষে সদর উপজেলার ১৭ জন যুবদের মধ্যে ১৯ লক্ষ ১০ হাজার টাকাসহ জেলায় সর্বমোট ৪০ লক্ষ ১০ হাজার টাকার যুব ঋনের চেক বিতরণ ও বায়োগ্যাস প্লান্ট স্থাপনকারী প্রশিক্ষনার্থীদের মধ্যে প্রশিক্ষণ সনদপত্র এবং ৩ জন সফল আত্মকর্মী যুব এবং ১ জন সফল সংগঠককে সফলতা সনদ বিতরণ করা হয়।

এছাড়াও গোমড়াস্থ যুব প্রশিক্ষণ কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে ৩৬ টি গাছের চারা রোপন করা হয় এবং  যুবদের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে পুরো ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com