কুলাউড়া ব্যবসায়ী সঞ্চয় সমিতি  এর কমিটি গঠন

August 12, 2025,

এইচ ডি রুবেল : কুলাউড়া বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের সমুন্নয়ে বাজারের সর্বস্তরের স্থায়ী ব্যবসায়ীদের বৃহত্তর স্বার্থে কুলাউড়া ব্যবসায়ী সঞ্চয় সমিতি নামে নতুন সংগঠনের আত্যপ্রকাশ ঘটেছে।

২ আগষ্ট স্থানীয় একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় হাজী মিরজান আলী (মিরজান ট্রেডার্স) কে সভাপতি, মো: সোলেমান হোসেন (সিকন্দর ষ্টোর) কে সাধারণ সম্পাদক, শাকির আহমদ (মেসার্স শফিকুর রহমান)  কে সাংগঠনিক সম্পাদক ও হাজী আবুল কালাম (সুখী সংসার) কে কোষাধ্যক্ষ করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন মো: আমিনুল ইসলাম, (মেসার্স আমিনুল ট্রেডার্স) সহ-সভাপতি, নির্মাল্য মিএ সুমন, (সুরমা ফার্মেসি) সহ-সাধারণ সম্পাদক,  নির্বাহী সদস্যরা হলেন, হাজী মো: শাহজাহান, (শাহজাহান সু ষ্টোর), তারেক আহমদ, (হাজী মুহিবুর রহমান হার্ডওয়্যার), মোশারফ হোসেন শামীম, (শামীম ফার্মেসী), মো: কলিম উদ্দিন, (বেঙ্গল ফুড), আবু তাহের মামুন, (ক্লাসিক ফ্যাশন), মো: আবদুল করিম, (কাইয়ুম এন্ড ব্রাদার্স),  নেছার আহমদ, (ব্রাদার্স টেলিকম),  সুরমান আহমদ (কিচেন জোন), রুবেল খান, (রুবেল স্টোর)।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com