থার্স্ট ফর নলেজ মৌলভীবাজারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

August 12, 2025,

স্টাফ রিপোর্টার : শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন থার্স্ট ফর নলেজ (ঞঋক) মৌলভীবাজার এর উদ্যোগে সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১২ আগস্ট মঙ্গলবার দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচির আওতায় সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়, বড়কাপন মহিলা দাখিল মাদরাসা, মাইজপাড়া দাখিল মাদরাসা, উত্তর মুঘলাইম মল্লিক শরাই ফাজিল মাদরাসা এবং উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় বৃক্ষরোপণ সম্পন্ন হয়। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে তাদের পরিবেশবান্ধব জীবনযাপনে উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জনাব বকশী মিসবাহ উর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা বশির আহমদ, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, সহ-সাধারণ সম্পাদক শামীম আহমদ, কোষাধ্যক্ষ আশিকুল ইসলাম কাশেম, অফিস সম্পাদক বকশী আহনাফ মুত্তাকিফ রাহিন, সদস্য মো: হোসেন, রেজাউর রহমান রাব্বি ও তারিকুল ইসলাম তানিম এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সম্মানিত শিক্ষকবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com