বৃক্ষরোপণ আমাদের নৈতিক, সামাজিক ও ধর্মীয় দায়িত্ব

August 12, 2025,

মাওলানা বশির আহমদ : গাছ মানবজীবনের অপরিহার্য সঙ্গী। এটি শুধু ছায়া ও সৌন্দর্য নয়-জীবনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, ভূমিক্ষয় রোধ করে এবং অসংখ্য প্রাণীর জন্য আশ্রয়স্থল হয়। তবুও দুঃখজনকভাবে, দ্রুত নগরায়ন, শিল্পায়ন ও নির্বিচার বৃক্ষনিধনের কারণে আমাদের চারপাশের সবুজ গাছপালা ক্রমেই হারিয়ে যাচ্ছে। এর ফলেই তাপমাত্রা বৃদ্ধি, খরা, অতিবৃষ্টি ও বন্যাসহ নানা প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে।

পবিত্র কুরআন ও হাদিসে বৃক্ষরোপণের গুরুত্ব বারবার উল্লেখ করা হয়েছে। হাদিসে রাসুলুল্লাহ ইরশাদ করেছেন— “যে ব্যক্তি একটি গাছ রোপণ করে এবং তা থেকে মানুষ, পশু বা পাখি উপকৃত হয়, তা তার জন্য সদকায়ে জারিয়ার সমান।” (বুখারি ও মুসলিম) অর্থাৎ, গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষার কাজ নয়, বরং এটি আখেরাতের জন্য একটি স্থায়ী সওয়াবের সুযোগ।

বৃক্ষরোপণ কর্মসূচি শুধু সরকারি উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। এটি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত দায়িত্ব। যদি আমরা প্রত্যেকে বছরে অন্তত একটি গাছ রোপণ করি এবং তার যত্ন নেই, তাহলে অচিরেই আমাদের দেশ আবার সবুজে আচ্ছাদিত হবে। গাছ লাগানো যেমন গুরুত্বপূর্ণ, তেমনি লাগানো গাছের সঠিক যত্ন নেওয়াও অপরিহার্য।

সম্প্রতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এটা সত্যিই প্রশংসার দাবিদার, কিন্তু লাগানো গাছগুলোর সংরক্ষণের উদ্যোগ গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে না। ফলে প্রতি বছর লাগানো অনেক গাছই সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে।

এসব উদ্যোগ কেবল একটি অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে, ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। আজ আমরা যে গাছ রোপণ করবো, তা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী তৈরিতে অবদান রাখবে।

তাই আসুন, আমরা সবাই প্রতিজ্ঞা করি, সুযোগ পেলেই গাছ রোপণ করবো। লাগানো গাছের যত্ন নেবো। অন্যদেরও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করবো।

সবুজ পৃথিবী গড়তে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। তাই বৃক্ষরোপণ হোক আমাদের নৈতিক, সামাজিক ও ধর্মীয় দায়িত্ব পালনের অংশ।

লেখক: মাওলানা বশির আহমদ, সাধারণ সম্পাদক, ঞঋক মৌলভীবাজার

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com