শ্রীমঙ্গলে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
August 12, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে রেলওয়ের জমিতে অবৈধ ভাবে গড়ে তোলা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।
১২ আগস্ট মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল সাতগাঁও রেলওয়ে স্টেশন বাজার ও আশপাশের এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে বিভাগের স্টেট অফিসার নাসির উদ্দিন মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফরাহিম ইকবাল চৌধুরী, সেনাবাহিনী, পুলিশ এবং রেল বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
রেলওয়ে বিভাগ জানায়, বিকাল ৩টা পর্যন্ত চলা অভিযানে অবৈধ দখলকৃত দোকানপাট, বাসাবাড়ি ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে কয়েক কোটি টাকার জমি উদ্ধার করা হয়েছে।
অভিযানের সময় সেনাবাহিনী, পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে।
মন্তব্য করুন