নাসের রহমানের নির্বাচনী সমর্থনে লন্ডনে প্রবাসীদের একাত্মতা ‘দেশের মাটিতে গণতন্ত্রের বিজয়ে প্রবাসীরাও সহযোদ্ধা’

স্টাফ রিপোর্টার : লন্ডনের একটি রেস্তোরাঁয় জেলা বিএনপির প্রবাসী নেতৃবৃন্দের উদ্যোগে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক আলহাজ মো: বদরুল আলম। সভায় প্রবাসী নেতৃবৃন্দ সর্বসম্মতভাবে প্রতিশ্রুতি দেন যে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এম নাসের রহমানের নির্বাচনী কাজে তাঁরা একযোগে দেশে এসে সক্রিয় ভূমিকা রাখবেন।
নেতৃবৃন্দের অভিমত, আমরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে প্রবাস থেকে শুধু সমর্থন নয়, মাঠে গিয়েও ভূমিকা রাখব। এই লড়াই শুধু এম নাসের রহমানের নয়, পুরো জাতীয়তাবাদী শক্তির। সভা থেকে প্রবাসী নেতৃবৃন্দের বার্তাটি স্পষ্ট ‘দূরত্বই আমাদের সীমাবদ্ধতা নয়, দেশের গণতন্ত্র ও ন্যায়ের জন্য আমরা সর্বদা প্রস্তুত’। এই প্রত্যয় লন্ডনে একাত্মতার প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছে, যা আগামী নির্বাচনী লড়াইয়ে প্রেরণা হিসেবে কাজ করবে।
মন্তব্য করুন