হাকালুকি হাওরে নিষিদ্ধ জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকার করায় কারাগারে গেল ২ জেলে

August 14, 2025,

আব্দুর রব : হাকালুকি হাওরের বিভিন্ন সরকারি জলমহালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অসাধুরা নিষিদ্ধ জাল দিয়ে অবৈধভাবে মাছ করছে। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ শিকারকালে দুই জেলেকে আটক এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় ১২ মিটার অবৈধ বেড় জাল জব্দ করে জনসমক্ষে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

দণ্ডিতরা হলেন- বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের জাহাঙ্গীর আলম (৪৫) ও জাকির হোসেন (৪০)।

ইউএনও গালিব চৌধুরী জানান, নিষিদ্ধ জাল দিয়ে হাকালুকি হাওরের সরকারি জলমহালে অবৈধভাবে মাছ শিকারের দায়ে আটক দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় পৃথক মামলায় তাদেরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com