মনু প্রকল্পের ভেতরের পানি দ্রুত সময়ের মধ্যে নিস্কাশনের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : মনু প্রকল্পের আওতাধীন কাওয়াদিঘীর হাওরের জলাবদ্ধতার কারণে আমন ধান পানিতে তলিয়ে যাচ্ছে।
কাসিমপুর পাম্প হাউজের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পানি নিস্কাশনের দাবীতে কাসিমপুর পাম্প হাউজের সামনে শনিবার ১৬ আগষ্ট দুপুরে মানববন্ধন করেছে, ৫নং আখাইলকুড়া ইউনিয়ন, ৬নং একাটুনা ইউনিয়ন, ১নং ফতেপুর ইউনিয়ন, ৮নং মনসুর নগর ইউনিয়ন-এর কৃষক ও স্থানীয় লোকজন। বিশিষ্ট মুরব্বি ফজলুর রহমান এর সভাপতিত্বে ও বাবার জয়গীদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন-কেনান আহমেদ (পাড়াশিমইল), খছরু মিয়া (রায়পুর), রনি আহমদ মিজু (কান্দি গাঁও), কামাল আহমদ (বানেশ্রী), সাহেদ মিয়া (জুমাপুর), তৌফিক মিয়া (একাটুনা), মির্জা বেগ (উলুয়াইল), মোতালিব (রায়পুর), সফি আহমদ (আমুয়া), ফেরদৌস (মীরপুর), জাবেদ আহমদ (মীরপুর), ইয়াবর চৌধুরী (খারগাঁও) সহ বিভিন্ন ইউনিয়ন এর কৃষকসহ স্থানীয় জনতা।
মন্তব্য করুন