শ্রীমঙ্গলে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ দুইশো কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

August 16, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ দুইশো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১৬ আগস্ট শনিবার সকালে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে ইউরোপিয়ান কমিউনিটি ফান্স এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মদন মোহন কলেজের অধ্যক্ষ (অব.) বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড. আবুল ফতেহ ফাত্তাহ।

শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রভাষক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারী কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন ও শ্রীমঙ্গল আনওয়ারুল উলুম ফাযিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুল লতিফ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক সালাহ উদ্দিন ইবনে শিহাব। এছাড়া বক্তব্য রাখেন মাওলানা আমির হামজা, মাওলানা আব্দুল মুমিন, মিজানুর রহমান, ইউরোপিয়ান কমিউনিটির পক্ষে আবু সুফিয়ান রায়হানসহ বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।

কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলার প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com