জুড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

August 19, 2025,

জুড়ী প্রতিনিধি : “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজার জেলার জুড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। সোমবার ১৮ আগস্ট দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বাবলু সুত্রধর।

বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মনিরুজ্জামান, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা, উপজেলা প্রকৌশলী মো: জুনায়েদ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মৃদুল কান্তি দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম জহুরুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম সহ অনেকেই। অনুষ্ঠান শেষে মৎস্য উৎপাদনে ভূমিকা রাখায় বিশিষ্ট ব্যবসায়ী বদরুল ইসলাম ও ইলিয়াস সরকার কে সম্মাননা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com