কুলাউড়ায় লংলা ইউনাইটেডের কৃতি সংবর্ধনা অনুষ্ঠান

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার পৃথিমপাশার দক্ষিন লংলার অন্যতম সামাজিক সংগঠন লংলা ইউনাইটেডের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার ২২ আগস্ট বিকেলে পৃথিমপাশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
লংলা ইউনাইটেডের সভাপতি নওয়াব আলী হাসিব খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আব্দুল কাদিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার ২ আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য এডভোকেট নওয়াব আলী আব্বাস খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক, রবিরবাজার দারুসসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল জব্বার, বাবনিয়া হাসিমপুর নিজামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মুফতি মো: আহসান উদ্দিন, গনকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবু আইয়ুব আনসারি, সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, নওয়াব আলী বাখর খান হাসনাইন, কমরেড আব্দুল লতিফ, টিলাগাঁও ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বাসিত, কর্মধা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: হেলাল আহমদ, টিলাগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ গোলাম রহমান আজমল, সাংবাদিক মহি উদ্দিন রিপন, পৃথিমপাশার ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য সেলিম আহমদ, ইউনাইটেড ক্লাবের সদস্য, কামরুল হাসান, আব্দুস সালাম, দুলাল মাহমুদ, হাসান আহমদ, মোশারফ আহমদ, তাসিন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।
মন্তব্য করুন