এমপি পদপ্রার্থী জামায়াত নেতা শাহেদ আলীর মতবিনিময় সভা

August 25, 2025,

স্টাফ রিপোর্টার : কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাজীপুর গ্রামে সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় করেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী। শনিবার ২৪ আগস্ট এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৯ নম্বর ওয়ার্ড সভাপতি হাজী আফতাব আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাফিক আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে সায়েদ আলী বলেন, আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ। আমরা সবাইকে সঙ্গে নিয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি বাসযোগ্য বাংলাদেশ গড়তে চাই।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুনতাজিম, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. নিজাম উদ্দিন, ব্রাহ্মণবাজার ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা হাসান আলী, সেক্রেটারি লুতফুর রহমান, ছাত্রশিবিরের কুলাউড়া পশ্চিম শাখার সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ার, দক্ষিণ শাখার সভাপতি হাসান আল বান্না রাহী, উপজেলার সাবেক সেক্রেটারি আবু বক্কর মোহাম্মদ সিপন, ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শাহীন আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com