জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কো-অর্ডিনেশন সভা

এহসান বিন মুজাহির : শ্রীমঙ্গলে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে টিকাদান ক্যাম্পেইন কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আয়োজনে মোমবার ২৫ আগস্ট সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কতা ডা. সিনথিয়া তাসমিন।
আবাসিক মেডিকেল অফিসার ডা. শারমীন আক্তার এর সঞ্চালনায় সভায় উস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ জাকির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. বিশ্বজিৎ দেব, জুনিয়র কনসালটেন্ট (এ্যনেসথেসিওলজি) ডা. সোহানা ফেরদৌস প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কতা ডা. সিনথিয়া তাসমিন জানান, আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়ে ১৮দিনব্যাপী চলবে। এবছর উপজেলার ৯ মাস হতে ১৫ বছর বয়সী প্রায় ৯০ হাজার শিশু কিশোরদের বিনামূল্যে টিকাদান প্রদান করা হবে। টিকাদানের জন্য ইতোমধ্যে পৌরসভা ও ইউনিয়নে ২৭০টি ঠিকাদান কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। সরকারি, বেসরকারি স্কুল এবং সরকারি ও কওমি মাদরাসার শিক্ষার্থীদের টিকাদান নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের তালিকা তৈরি করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ করেন তিনি। পাশাপাশি ক্যাম্পেইনের প্রচারণার মাধ্যমে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে টিকা সম্পর্কে জনগণকে উৎসাহিত ও জনসচেতন করার আহবান জানান এই কর্মকর্তা।
সভায় অংশ নেন উপজেলা ইসলামিক ফাউন্ডেনের ফিল্ড সুপারভাইজার আব্দুল বারি, বীর শ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ সাজ্জাদুর রহমান পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক নিশি কান্তি দেব, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও খোলা কাগজের জেলা প্রতিনিধি মো: এহসানুল হক, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক আব্দুস শহিদ, নার্সিং সুপাভাইজার নিশি রঞ্জন চক্রবর্ত্তী, রীতা রানী দাস, স্যানিটারি ইন্সপেক্টর বিনয় সিং, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ।
মন্তব্য করুন