শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মধ্যে বই পড়া উৎসব শুরু

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ২১ হাজারের অধিক শিক্ষার্থীদের নিয়ে “বই পড়া প্রতিযোগিতা”র প্রথম পর্যায় মুকুল এর মুলায়নী পরীক্ষা উদ্বোধন করা হয়েছে।
২৫ আগস্ট সোমবার শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শুভ উদ্বোধন করেন প্রতিযোগিতার স্বপ্নদ্রষ্টা শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসক মো: ইসলাম উদ্দিন।
পুরো প্রতিযোগিতা মুকুল, ফুল ও ফল এই তিন ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ছিল মুকুল এর মুল্যায়নী পরীক্ষা।
পাঠ্য বইয়ের বাইরে ৬৪ টি গল্প, উপন্যাস ও প্রবন্ধ বই পড়ে ২০ মার্ক এর মুল্যায়নী পরীক্ষায় অংশ নেয় সারা উপজেলার কলেজ, হাই স্কুল, মাদ্রাসা মিলিয়ে ৩৬ টি শিক্ষাপ্রতিষ্ঠান। বই পড়া প্রতিযোগিতার সমন্বয় সহযোগী হিসেবে যুক্ত আছে শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব ও পাঠ সহযোগী হিসেবে যুক্ত আছে উত্তরণ। ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২১ হাজার এর অধিক সকল শিক্ষার্থী গত ১১ আগস্ট থেকে শ্রেনিওয়ারী নির্ধারিত পাঠ্যক্রম এর বাইরে ৬৪ টি আলাদা আলাদা গল্প, উপন্যাস, প্রবন্ধ বই পড়েছে। সেই বইগুলো পড়ে তারা কি অনুধাবন করলো তার উপর ২৫ আগস্ট প্রতিটি তে ২ মার্ক করে ৫ টি অনধিক ১০ শব্দে উত্তর দেয়ার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন এবং ১০ মার্ক এর ১ টি সম্প্রসারণমুলক প্রশ্নের উত্তরসহ মোট ২০ মার্ক এর পরীক্ষায় অংশগ্রহণ করে।
উপজেলা প্রশাসন এর সমন্বয় সহযোগীদের কেন্দ্রীয়ভাবে প্রস্তুত ও সরবরাহকৃত বইওয়ারী আলাদা প্রশ্নের পরীক্ষায় সকল শিক্ষাপ্রতিষ্ঠান এর সকল শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
প্রথম ধাপ(মুকুল) এর পরীক্ষায় প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান এর প্রত্যেক শ্রেনি থেকে ৫ জন সেরা কে বেছে নেয়া হবে। তারা প্রতিযোগিতার দ্বিতীয় ধাপ (ফুল) এ ক বিভাগ (৬ষ্ঠ-৮ম), খ বিভাগ (৯ম-১০ম), গ বিভাগ(১১শ-১২শ) এ বিন্যস্ত হয়ে অংশ নিবে। ২য় ধাপে উন্মুক্ত লটারির মাধ্যমে আয়োজকদের সরবরাহ করা ১০ টি বই এর তালিকার মধ্যে লটারি করে সকল নির্বাচিত অংশগ্রহণকারীর নিজের নিজের বই নির্বাচন করে দেয়া হবে। নির্দিষ্ট সময়কালে সকল শিক্ষাপ্রতিষ্ঠান এ আলাদা আলাদাভাবে আয়োজক উপজেলা প্রশাসন এর সাথে সমন্বয় করে মৌখিক পরীক্ষার মাধ্যমে এই শিক্ষার্থীরা বই পড়ে কি শিখলো, জানলো সেটা যাচাই করা হবে। প্রত্যেক প্রতিষ্ঠান এর প্রত্যেক শ্রেণি থেকে অন্তত একজন করে প্রতি বিভাগে ৫ জনকে রাখা হবে উপজেলা পর্যায়ের চুড়ান্ত বাছাই এ অংশ নেয়ার জন্য।
চুড়ান্ত ধাপ (ফল)
এই ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে ফুল ধাপ থেকে নির্বাচিত হয়ে আসা সকলের চুড়ান্ত ধাপের বই নির্বাচনের জন্য একটা উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হবে। সেই লটারি মোতাবেক শিক্ষার্থীদের নিজেদের জন্য নির্বাচন হওয়া বই পড়ে শিক্ষার্থীরা কি জানলো তা নিয়ে লিখিত ও মৌখিক আকারে উপজেলা পর্যায়ে সকল বিভাগের চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
পরবর্তীতে পুরস্কার বিতরণী আয়োজন করে প্রতিযোগিতার প্রতি বিভাগের প্রথম ১০ জনকে বেছে নেয়া হবে।
উপজেলা প্রশাসন, শ্রীমঙ্গল আয়োজিত বই পড়া প্রতিযোগিতা ২০২৫ এর সমন্বয় সহযোগী হিসেবে শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব যুক্ত আছে।
বই প্রত্যেককে নিজ উদ্যোগে সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এর লাইব্রেরির সহায়তা নেয়ার জন্য বলা হয়েছে । এছাড়া ও কলেজ রোড, শ্রীমঙ্গল এ অবস্থিত উত্তরণ এই কার্যক্রমে পাঠ সহযোগী হিসেবে যুক্ত থাকবে। সেখানে বিনামূল্যে বই পড়া যাবে।
মন্তব্য করুন