মৌলভীবাজার-৩ আসনে গণঅধিকার পরিষদের একক প্রার্থী অপু রায়হান

স্টাফ রিপোর্টার : দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনসম্পৃক্ত ও নতুন নেতৃত্ব তুলে আনার লক্ষ্যে গণঅধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে। এই ধারাবাহিকতায় মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে দলের পক্ষ থেকে একক প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ত্যাগী ও মানবসেবায় নিবেদিত নেতা মো: অপু রায়হান।
মো: অপু রায়হান গণঅধিকার পরিষদের রাজনীতির শুরু থেকেই সক্রিয়। তিনি বাংলাদেশ যুব অধিকার পরিষদের মৌলভীবাজার জেলার প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে, ২০২১ সালে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় গঠনকালীন সময়ে তাকে জেলার সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়। ধারাবাহিক নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও নিবেদিত কাজের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালের কাউন্সিলে তিনি জেলা সভাপতি নির্বাচিত হন।
দলীয় দায়িত্ব পালনের পাশাপাশি মো: অপু রায়হান করোনা মহামারিকালে অসহায় মানুষের পাশে থেকে খাদ্য ও ওষুধ সহায়তা প্রদান করেন। এছাড়া ২০২৪ সালের ভয়াবহ বন্যায় বানভাসি মানুষের মধ্যে ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছে দিয়ে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নেন।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা ও স্থানীয় নেতাকর্মীদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে তাকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরের আস্থাভাজন এবং জেলার সর্বস্তরের নেতাকর্মীদের কাছে জনপ্রিয় একজন নেতা হিসেবে বিবেচিত।
মো: অপু রায়হান বলেন, সততা, সাহস ও জনগণের কল্যাণে কাজ করাই আমার রাজনীতির মূল প্রেরণা। আমি বিশ্বাস করি, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা ও মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে আমরা একটি মানবিক রাষ্ট্র গড়তে পারব।
মন্তব্য করুন