মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে নর্থ্যাম্পটন কাউন্সিলর মামুন আলীর মতবিনিময়

August 26, 2025,

স্টাফ রিপোর্টার : যুক্তরাজ্যের নর্থ্যাম্পটন, কিংসথর্প কাউন্সিলের সেন্ট ডেভিডস ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মামুন আলীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার ২৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় মৌলভীবাজার প্রেসক্লাব কনফারেন্স হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলীর শাহীনের সঞ্চালনায় ও বকসী ইকবাল আহমদের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা: ছাদিক আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা জজ আদালতের পিপি ও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ড. আব্দুল মতিন চৌধুরী, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শাহ আব্দুল অদুদ, শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রফি উদ্দিন আহমেদ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মো: আজাদুর রহমান আজাদ, এনটিভি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, মানবজমিন প্রতিনিধি  মু.ইমাদ উদ দীন, জেলা জজ আদালতের এপিপি এড. নিয়ামুল হক, এখন টিভির প্রতিনিধি এম এ হামিদ, কালেরকন্ঠ প্রতিনিধি মো: সাইফুল ইসলাম, প্রতিনিধি রুপালী বাংলাদেশ প্রতিনিধি মো: শাজান মিয়া, মৌলভীবাজার টুয়েট্রিফোর ডট কমের সম্পাদক মো: মাহবুবুর রহমান রাহেল, সাংবাদিক ময়নুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর হোসেন সহ অন্যন্যরা। সভায় স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন মতামত ও অভিজ্ঞতা  তোলে ধরেন।

অনুষ্ঠারে শরুতে কাউন্সিলর সৈয়দ মামুন আলীকে ফুল দিয়ে বরণ করা হয় এবং শেষে তাকে সম্মাননা ক্রেষ্ট প্রেসক্লাবের পক্ষে তুলে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com