মির্জাপুর ইউনিয়ন ইসলামি ছাত্রশিবিরের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

August 26, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়ন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিবের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার ২৫ আগস্ট ইসলামি ছাত্রশিবির মির্জাপুর ইউনিয়ন শাখার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামি ছাত্রশিবিরের মির্জাপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও মির্জাপুর ইউনিয়ন শাখার সেক্রেটার মোঃ শাকিল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী, সিলেট মহানগর জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর অ্যাডভোকেট মোঃ আব্দুর রব। প্রধান আলোচক ইসলামী ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা সেক্রেটারি মহসিন আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা সাহিত্য সম্পাদক  আঃ ওয়াহিদ, শ্রীমঙ্গল উপজেলার নায়েবে আমি আমির ও মিজাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুস সোবহান, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সফিজ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামি সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com