মির্জাপুরে জামায়াতে ইসলামীর মহিলা দাওয়াতি সমাবেশ ও দিনব্যাপী গণসংযোগ অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো: আব্দুর রব-এর অংশগ্রহণে দিনব্যাপী মহিলা দাওয়াতি সমাবেশ, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৫ আগস্ট তারিখে মির্জাপুর ইউনিয়ন শাখার আয়োজনে শ্রীমঙ্গল উপজেলার নায়েবে আমির ও ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুস সোবহানের পরিচালনায় কর্মসূচির শুরু হয় বিকাল ৩টায় মির্জাপুরে মহিলা দাওয়াতি সমাবেশের মাধ্যমে।
পরে বিকাল ৪টায় সমশেরগঞ্জ বাজারে গণসংযোগ, বাদ মাগরিব পথসভা, রাত সাড়ে ৭ টায় বৌলাশীর বাজারে গণসংযোগ এবং রাত সাড়ে ৮ বৌলাশীর বাজারেই পথসভা অনুষ্ঠিত হয়।
গুরুত্বপূর্ণ এই কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল, কর্মী, যুব সংগঠন ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
গণসংযোগ চলাকালে অ্যাডভোকেট মো: আব্দুর রব বাজারের ব্যবসায়ী, স্থানীয় ভোটার ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমরা রাজনীতি করছি।”
দিনব্যাপী কার্যক্রম শেষে বৌলাশীর বাজারে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে আগামীর দাওয়াতি ও জনসম্পৃক্ত কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভাপতি মাওলানা আব্দুস সোবহান তাঁর সমাপনী বক্তব্যে সকল অংশগ্রহণকারীকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যৎ কর্মসূচিতে সক্রিয় সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন