কমলগঞ্জে ধ র্ষণ মাম লায় ইউপি সদস্য গ্রে ফ তার

August 26, 2025,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় বিএনপি নেতা সিরাজ খানকে ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ২৬ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শমশেরনগর চৌমুহনা চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের ২০ বছর বয়সী এক তরুণীর সঙ্গে শমশেরনগর দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। প্রবাসে থাকাকালীন মোবাইল ফোনে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। দেশে ফেরার পর বিয়ের প্রলোভন দেখিয়ে সাইফুল তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন।

পরে জানা যায়, সাইফুল ইসলাম বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দিলে তরুণীটি গত ২০ ফেব্রুয়ারি সাইফুলের বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা দায়ের করেন। বর্তমানে সাইফুল জেলহাজতে রয়েছেন।

এ মামলার তদন্তে আদালতে ভিকটিমের জবানবন্দির ভিত্তিতে ইউপি সদস্য ও বিএনপি নেতা সিরাজ খানকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মসুদ পারভেজ। তিনি জানান, গ্রেফতারের পর সিরাজ খানকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com