রাজনগরে উপজেলা প্রশাসনের অভিযান, মাদক বিক্রেতাকে কা রাদন্ড

August 26, 2025,

রাজনগর প্রতিনিধি : রাজনগরে উপজেলা প্রশাসনের অভিযানে মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও অন্য একজনকে এক মাসের কারাদন্ড এবং ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও বিভিন্ন প্রতিষ্টানকে অনিয়মের অপরাধে অর্থদন্ড প্রদান করা হয়।

মঙ্গলবার ২৬ আগস্ট রাজনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের সমন্বয়ে উপজেলার টেংরা বাজার ও খারপাড়া  এলাকায়  মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রয় ও সেবনের অপরাধে তাপস চক্রবর্তী (৪৫)-কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ১০০টাকা অর্থদন্ড ও মো. মান্না মিয়া (৩৩)-কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এছাড়াও টেংরা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচারনা করে লাইসেন্স ব্যতীত অবৈধভাবে সার বিক্রির অপরাধে মোহনা এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী মাধব লাল দত্ত-কে সার ব্যাবস্থাপনা আইন, ২০০৬ এর ৮(১) ও ৮(২)  ধারা মোতাবেক ৩০ হাজার টাকাসহ আরও দুটি মামলায় মোট ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও শাহজালাল পোল্ট্রি ফিড এর মালিক ইসরাইল মিয়াকে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ এর ৬(১) ধারায় ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com