গ্রামবাসীর পালিত হাঁস-মুরগী ধরে খাওয়া গন্ধগোকুল উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি গন্ধগোকুল উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
মঙ্গলবার ২৬ আগস্ট শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়ন থেকে গন্ধগোকুলটি উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ।
সজল দেব জানান, গন্ধগোকুলটিকে স্থানীয়রা আটকে রেখে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খবর দেন। খবর পেয়ে দ্রুত গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে আসি।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক মাস ধরে তাদের পালিত হাঁস-মুরগ খোয়া যাচ্ছিল। এ পর্যন্ত তাদের ৩০/৩৫টি হাঁস-মুরগ খোয়া গেছে। পরে যখন তারা বুঝতে পরেন তাদের পালিত হাঁস মুরগী গুলো গন্ধগোকুল ধরে খেয়ে ফেলছে। তখন তারা এই গন্ধগোকুলটি ধরে রেখে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খবর দেন।
পরে গন্ধগোকুলটি স্থানীয় বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করলে প্রাণীটিকে লাউয়াছড়ার জানকীছড়া এলাকায় অবমুক্ত করা হয়।
মন্তব্য করুন