কমলগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের কর্মসূচি পালিত

September 2, 2025,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় মুন্সীবাজারে সংগঠনের কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাস উদযাপন উপলক্ষে সদস্য সংগ্রহ কর্মসূচি পালিত হয়।

২ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ আসর শাখা সাধারণ সম্পাদক মাওলানা শামছুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত দাওয়াতি মাস উদযাপন উপলক্ষে সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস এর কমলগঞ্জ উপজেলা সভাপতি ও মৌলভীবাজার-৪  শ্রীমঙ্গল কমলগঞ্জ আসনের  মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা জয়নাল আবেদীন শাহেপুরী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা প্রবীন আলেমেদ্বীন ঐতিহ্যবাহী বলরামপুর মাদরাসার সিনিয়র মুহাদ্দীস মাওলানা আব্দুস ছবুর নাদিয়ার হুজুর হাফিজ সাংগঠনিক সম্পাদক মৌলভী আব্দুল মুকিদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান আহমদ,  সমাজকল্যাণ সম্পাদক মাওলানা খাইরুল ইসলাম তারেক, বাংলাদেশ খেলাফত যুব মজলিস এর উপজেলা সংগঠন বিভাগ এর সম্পাদক  মাওলানা জাবির আল মাহমুদ, খেলাফত নেতা আব্দুল মোমিত মতলিব প্রমুখ।

উক্ত কর্মসূচিতে বাংলাদেশ খেলাফত মজলিস এর আদর্শে উজ্জীবীত হয়ে বিপুলসংখ্যক আলেম, হাফেজ, ব্যবসায়ী, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংগঠনে যোগদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com