কমলগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার নেতৃত্বে হা মলা, আ হ ত ৬

September 6, 2025,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জে পূর্ব বিরোধের জেরে স্বেচ্ছাসেবক লীগ নেতার নেতৃত্বে হামলার ঘটনায় নারী-পুরুষসহ ছয়জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজন নারী মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এ ঘটনায় এখনও থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে মাধবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, মাধবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েদ আহমেদ ও তার ভাই আওয়ামী লীগ কর্মী হারুন মিয়ার নেতৃত্বে একদল লোক লাঠি, দা, কোদালসহ দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ কণা মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি এলোপাতাড়ি মারধরে কণা মিয়া, তার দুই ছেলে রাজু আহমেদ ও বদরুল মিয়া পুত্র বধু রোসনা বেগম গুরুতর আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোসনা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। আহতদের অভিযোগ, হামলার কারণে তাদের পুত্রবধূর তিন মাসের গর্ভ নষ্ট হয়ে গেছে।

আহত কণা মিয়া বলেন, ‘আমরা বাজার থেকে ফিরে বাড়ির উঠানে বসে ছিলাম। হঠাৎ সায়েদ ও হারুনের নেতৃত্বে কয়েকজন এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাদের বিরুদ্ধে পুলিশে খবর দেওয়ার অভিযোগ তুলে অতর্কিত হামলা চালায়।’

অন্যদিকে, অভিযুক্ত সায়েদ আহমেদ ও হারুন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা। বরং প্রতিপক্ষই তাদের ওপর হামলা চালিয়েছে  ২ জনকে আহত করেছে। তারা থানায় অভিযোগ জমা দিয়েছেন বলেও জানান।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো: মাহফুজুল কবির বলেন, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com