জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের র ক্তা ক্ত লা শ উদ্ধা র

September 11, 2025,

স্টাফ রিপোর্টার : জুড়ীতে সড়কের পাশ থেকে জমির মিয়া অরফে মস্তান নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের আব্দুর রহমানের প্রথম পুত্র।

বুধবার ১০ সেপ্টেম্বর সকালে জুড়ী-ফুলতলা সড়কের রত্না চা বাগান হযরত জীবনজ্যোতি (রঃ) মাজার এলাকায় সড়কের পাশে একটি লাশ দেখতে পেয়ে পথচারীরা ফেসবুকে প্রচার করলে স্বজনরা জমিরের লাশ সনাক্ত করেন। খবর পেয়ে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জমির এক সময় ভালো ক্রিকেটার ছিল। সে টাইলস মিস্ত্রীর কাজ করত। কয়েক বছর থেকে অজ্ঞাত কারনে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং দিন রাত রাস্তায় রাস্তায় ভবঘুরের মত ঘুরতে থাকে।

জমিরের মা ও ভাই আব্দুল মজিদ জানান, রাতে জমির বাড়িতে ছিল। কয়েকবার বলেছে জীবনজ্যোতি মাজারে যাবে। ফজরের পর সে বাড়ি থেকে বের হয়। সকালে লাশ পড়ে থাকার খবর পেয়ে আমরা গিয়ে সনাক্ত করি। তবে মৃত্যুটি স্বাভাবিক না দুর্ঘটনাজনিত না হত্যা তা বলতে পারব না।

এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ মো: মোরশেদুল আলম ভূঁইয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com