জুড়ীতে স্কুল ছাত্রীর আ/ত্ম/হ/ত্যা

September 18, 2025,

জুড়ী প্রতিনিধি : জুড়ীতে আরিফা আক্তার (১৬) নামে নবম শ্রেণীর এক ছাত্রী  আত্মহত্যা করেছে। ঘটনাটি বুধবার ১৭ সেপ্টেম্বর বিকেলে উপজেলার সাগরনাল ইউনিয়নের বটনিঘাট এলাকায় ঘটেছে। নিহত ওই শিক্ষার্থী পাতিসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। নিহত আরিফা আক্তার বটনিঘাট গ্রামের মৃত আব্দুর নুর চৌধুরীর মেয়ে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আরিফা আক্তার স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিলেন। বুধবার ১৭ সেপ্টেম্বর আরিফা বিদ্যালয়ে যান এবং ক্লাস শেষে বিকেলে বাড়ী ফেরেন। খাওয়া দাওয়া শেষে নিজ কক্ষে বিশ্রামে যান। কিছু সময় পর দরজা বন্ধ ঘরে পরিবারের লোকজন তার কোন সাড়াশব্দ না পেয়ে চিৎকার করলে এলাকাবাসী জড়ো হোন। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জুড়ী থানার ওসি মো: মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, আত্নহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com