গ্রাম আদালত কার্যক্রমে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হাজী মাছুম রেজা
স্টাফ রিপোর্টার : গ্রাম আদালত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় ২০২৪-২০২৫ অর্থ বছরে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হয়েছে জুড়ী উপজেলার ৫নং জায়ফরনগর ইউনিয়ন পরিষদ।
এ উপলক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
গ্রাম আদালত কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে হাজী মাছুম রেজার নেতৃত্বাধীন জায়ফরনগর ইউনিয়ন পরিষদ নিরপেক্ষতা, স্বচ্ছতা ও কার্যকর সেবা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
অর্জনের স্বীকৃতি হিসেবে প্রদত্ত এ সম্মাননা স্মারক ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও ইউনিয়নবাসীর জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ চেয়ারম্যান হাজী মাছুম রেজাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।



মন্তব্য করুন