টাইফয়েড টিকাদান কর্মসূচিতে মফস্বলে সচেতনতা বৃদ্ধির আহ্বান

বশির আহমদ : মৌলভীবাজারসহ সারাদেশে চলছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। শহরাঞ্চলে এ বিষয়ে অভিভাবকদের মধ্যে সচেতনতা থাকলেও মফস্বল ও গ্রামীণ এলাকায় এখনো অনেক অভিভাবক দ্বিধায় ভুগছেন। বিশেষ করে কন্যাশিশুদের টিকা দেওয়ার ক্ষেত্রে অনীহা লক্ষ্য করা যাচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, টাইফয়েড একটি ভয়াবহ সংক্রামক ব্যাধি। সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে শিশু ও কিশোররা এ রোগ থেকে দীর্ঘমেয়াদে সুরক্ষিত থাকতে পারে। তাই অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি ও কুসংস্কার দূর করা এখন সময়ের দাবি।
শুধুমাত্র শহরে নয়, গ্রামীণ অভিভাবকদের মধ্যেও ব্যাপক প্রচারণা চালাতে হবে। মসজিদ-মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও স্থানীয় গণমাধ্যমকে কাজে লাগিয়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করার ওপর জোর দেওয়া প্রয়োজন।
সংশ্লিষ্ট মহলের মতে, শহরের পাশাপাশি মফস্বল ও গ্রামীণ এলাকাতেও ব্যাপক প্রচারণা চালানো গেলে টাইফয়েড টিকাদান কর্মসূচি আরও সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে।
লেখক : বশির আহমদ, অধ্যক্ষ, উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা।
মন্তব্য করুন