গাজা অভিমুখী নৌযান আটক, মুসলিম বিশ্বের নীরবতা

October 2, 2025,

বশির আহমদ : গাজামুখী ১৩টি নৌযান আটক করেছে ইসরাইল। এসব নৌযানে ৩৭টি দেশের প্রায় ২০০ জন মানবাধিকার কর্মী ছিলেন। তারা অবরুদ্ধ গাজায় দীর্ঘদিন ধরে চলমান গণহত্যা ও ক্ষুধার্ত মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে চেয়েছিলেন।

দুঃখজনক হলেও সত্য, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন ধর্মাবলম্বী মানবাধিকারকর্মীরা এ ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদে ফুঁসে উঠলেও মুসলিম বিশ্বে তেমন কোনো প্রতিবাদ দেখা যাচ্ছে না। বিশেষ করে বাংলাদেশ,যে দেশ সবসময় নিপীড়িত মুসলিম জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে, সেখানে এখনো কোনো জাতীয় বা আঞ্চলিক প্রতিবাদ কর্মসূচি হয়নি। এটি দেশবাসীর জন্য লজ্জাজনক এবং দুঃখজনক বলে অভিমত জানিয়েছেন সচেতন মহল।

আন্তর্জাতিক আইন পূর্বের প্রেক্ষাপট :

আন্তর্জাতিক সামুদ্রিক আইন অনুযায়ী কোনো মানবিক সহায়তাবাহী জাহাজকে অবৈধভাবে আটক বা আক্রমণ করা জলদস্যুতা ও যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। এর আগেও ২০১০ সালে গাজা অভিমুখী “মাভি মারমারা” নামের জাহাজে ইসরাইলি সেনারা হামলা চালিয়ে ১০ জন তুর্কি নাগরিককে হত্যা করেছিল। সেই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা হলেও কার্যকর বিচার হয়নি। এবারও ইতিহাস যেন নিজেকে পুনরাবৃত্ত করছে।

গাজার ভয়াবহ মানবিক সংকট:

জাতিসংঘের তথ্যমতে, বর্তমানে গাজায় প্রায় ২০ লাখ মানুষ মারাত্মক খাদ্য ও ওষুধ সংকটে ভুগছে। শিশু ও বয়স্কদের মধ্যে অপুষ্টি, রোগ ও মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে। ইসরাইলি অবরোধের কারণে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোও কার্যকরভাবে কাজ করতে পারছে না।

বাংলাদেশ প্রসঙ্গ:

বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ভোট দিয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সমর্থন জানিয়েছে। কিন্তু এবার দেশে কোনো উল্লেখযোগ্য প্রতিবাদ কর্মসূচি হয়নি, যা বাংলাদেশের ঐতিহাসিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন বিশ্লেষকরা।

দাবি আহ্বান:

১. ইসরাইলের মানবতাবিরোধী এই নৃশংসতা ও দস্যুবৃত্তির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার দাবি করতে হবে।

২. বাংলাদেশ সরকার ও জাতিসংঘকে অবিলম্বে কার্যকর ভূমিকা পালনের জন্য চাপ সৃষ্টি করতে হবে।

৩. মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে গাজা উপত্যকার জন্য জরুরি সহায়তা ও প্রতিরোধ কর্মসূচি গ্রহণ করতে হবে।

সংশ্লিষ্ট মহল মনে করছে, এই মুহূর্তে দেশের ইসলামি দলগুলোসহ সাধারণ মুসলিম জনগণকে নিয়ে প্রতিবাদ মিছিল, মানববন্ধন ও জনমত গঠনের উদ্যোগ নেওয়া জরুরী।

লেখক : বশির আহমদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com