নির্বাচন সামনে রেখে দিন-রাত ধরে পুজামন্ডপে বিএনপি নেতা মহসিন মিয়া মধু

সাইফুল ইসলাম : ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা, সাবেক মেয়র মো: মহসিন মিয়া মধু। দলের হাইকমান্ডের নজর কাড়ার জন্য বিভিন্ন পূজামণ্ডপে ঘুরেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য। সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবে নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন মণ্ডপ ঘুরেন তিনি।
রবিবার ২৮ সেপ্টেম্বর থেকে বুধবার ১ অক্টোবর রাত পর্যন্ত তিনি কমলগঞ্জ উপজেলার আলীনগর, আদমপুর, মাধবপুর, ইসলামপুর, শমশেরনগর ও কমলগঞ্জ পৌরসভা, তিলকপুর এবং শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে পূজার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
বিএনপি নেতা মহসিন মিয়া মধু বলেন, শারদীয় দূর্গা উৎসবকে কেন্দ্র করে অনেকে অপপ্রচার করে থাকে, যাতে বিভ্রান্ত হয় মানুষজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেতাকর্মীরা পূজা শুরুর আগে থেকে নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে এই পূজা রাজনৈতিক অঙ্গনে ভিন্ন মাত্রা পেয়েছে। মন্দির-মণ্ডপে সোহার্দ ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পাশাপাশি আর্থিক অনুদান, মণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের আস্থা অর্জনে ব্যস্ত মনোনয়ন প্রত্যাশীরা। লক্ষ্য নির্বাচনে ভোট পাওয়া ও নিজের মনোনয়ন নিশ্চিত করা। সেজন্য কেন্দ্রের দৃষ্টি আকর্ষণের আপ্রাণ চেষ্টা চলছে।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার আনন্দ ও উৎসাহের মধ্যদিয়ে সবগুলো মণ্ডপে নির্বিঘ্নে পুজো উদযাপন করছি।
এবার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ দুই উপজেলার ১৮ ইউনিয়ন ও দুই পৌরসভায় ৩২৩টি মণ্ডপে পূজা উদযাপন করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলা বিএনপির নেতা, সাবেক মেয়র ন্যাশনাল টি কম্পানির পরিচালক মো: মহসিন মিয়া মধু সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়েছে। ব্যক্তি উদ্যোগে মন্দির ও মণ্ডপে আর্থিক অনুদান দিয়েছেন। বিভিন্ন মণ্ডপ ঘুরেছেন এবং তাদের সাথে কুশল বিনিময় করছেন। আর্থিক অনুদান ও উপহার বিতরণের পাশাপাশি নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন তিনি।
মন্তব্য করুন