শ্রীমঙ্গলে সমিতির নামে প্রতারণা, গ্রে/প্তা/র ১

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে সঞ্চয়ী সমিতির নামে গ্রাহকদের অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় শামীম আহমেদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ১ আগস্ট সকালে স্থানীয় লোকজন শহরের জালালিয়া সড়কে সমিতির অফিসে গিয়ে শামীম আহমেদকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে শামীমকে আটক করেন।
পুলিশ জানায়, ১০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে সান ফ্লাওয়ার কো-অপারেটিভ সোসাইটি সমিতির সত্ত্বাধিকারী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পানীদার মুসাকোল গ্রামের নজরুল ইসলামের ছেলে শামীম আহমেদ শ্রীমঙ্গলের জালালিয়া রোডে সমিতির অফিস নিয়ে সাধারণ মানুষকে লোন দিবে বলে ৮ লক্ষ টাকা সঞ্চয় সংগ্রহ করে। পরে সমিতির সদস্যদের লোন না দিয়ে সে তাদের সাথে প্রতারণা করে আসছিল।
এ ঘটনায় সমিতির সদস্য রতন দেবনাথ (৫০) বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে আটক দেখিয়ে কোর্ট হাজতে প্রেরণ করে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, সমিতির সদস্যের অভিযোগে প্রতারক শামীম আহমেদ এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন