কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা, পর্যটকরা ভোগান্তিতে

October 4, 2025,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে হঠাৎ করে গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা জারি করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এই সিদ্ধান্ত কার্যকর করায় বিপাকে পড়েছেন পর্যটক ও গাড়িচালকরা।

জানা যায়, আগে লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারের পাশে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকলেও সম্প্রতি তা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে দূরদূরান্ত থেকে আসা পর্যটকদের গাড়ি এখন বাধ্য হয়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের দুপাশে পার্ক করতে হচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ানোর পাশাপাশি ভোগান্তি সৃষ্টি করছে।

পর্যটক ও স্থানীয়রা অভিযোগ করে বলেন, টিকিট কেটে উদ্যানে প্রবেশ করতে পারলেও ভেতরে গাড়ি রাখার জায়গা না থাকায় অনেকেই বিপাকে পড়েছেন। কেউ কেউ আবার গাড়ি পার্কিংয়ের সুযোগ না পেয়ে ফিরে যাচ্ছেন।

স্থানীয় পরিবেশবাদীরা বলেন, পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার দোহাই দিয়ে আকস্মিকভাবে পার্কিং বন্ধ করা হয়েছে। তারা দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উদ্যান এলাকায় গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। তবে পর্যটকরা যাতে ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে আলোচনা চলছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, বিষয়টি শুনেছি। বন বিভাগের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com