কমলগঞ্জে মণিপুরি সিভিল সার্ভিস কর্মকর্তাদের সংবর্ধনা ও মতবিনিময় সভা

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ও অবসরপ্রাপ্ত মণিপুরি সিভিল সার্ভিস কর্মকর্তাদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩ অক্টোবর দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরি কালচারাল কমপ্লেক্স হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে মণিপুরি সমাজ উন্নয়ন সংস্থা।
মণিপুরি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি প্রদীপ কুমার সিংহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোংমাইথেম অশোকের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা অরুন কুমার সিংহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মণিপুরি সমাজ উন্নয়ন সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সমরজিত্ সিংহ, সংস্থার উপদেষ্টা হরি কুমার শর্মা, সংস্থার সাংগঠনিক সম্পাদক, আয়াংতাবম সমরেন্দ্র, মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত কুমার সিংহ, প্রাক্তন প্রধান শিক্ষক বীরেন্দ্র কুমার সিংহ, আদমপুর ইউনিয়নের সাবেক সদস্য মনীন্দ্র কুমার সিংহ, সমাজকর্মী প্রহ্লাদ সিংহ, মাধ্যমিক শিক্ষক রনজিত কুমার সিংহ, সমাজকর্মী আয়াংতাবম হেমন্ত, কবি ও সাহিত্যক সানাতন হামোম, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য লৈফাকপম ব্রজগোপাল সিংহ প্রমুখ।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শশীকুমার সিংহ, বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্রের মহাপরিচালক পরিমল সিংহ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক রমাকান্ত সিংহ, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্ধীপ কুমার সিংহ, জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার শান্ত কুমার সিংহ, মৌলভীবাজার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রিপন কুমার সিংহ, সিলেট এমসি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শৈলেন্দ্র মোহন সিংহ, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ ও মেডিকেল অফিসার এন মেমচৌবি চনুকে সংবর্ধনা প্রদান করা হয়।
সভায় বক্তারা মণিপুরি শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
মন্তব্য করুন