কমলগঞ্জে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

October 4, 2025,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে এক যুবদল নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। উপজেলার রহিমপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোরশেদ আলমকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

বুধবার ১ অক্টোবর মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মোহিত এর অনুমোদনে দপ্তর সম্পাদক হাবিবুল বাশার হাবিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত বিষয়টি নিশ্চিত করে বলেন, রহিমপুর ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহবায়ক খোরশেদ আলমের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এমনকি সে তার ভাইয়ের পরিবারের সদস্যদেরকও মারধরের অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com