কমলগঞ্জে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়নে সুধী সমাবেশ ও মতবিনিময়

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার আদমপুর এলাকায় উচ্চশিক্ষার প্রসারে “আদমপুর ইউনাইটেড কলেজ” বাস্তবায়নের উদ্যোগে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৪ অক্টোবর দুপুর ১২টায় নৈনারপার বাজারের একটি কমিউনিটি সেন্টারে এ সমাবেশে স্থানীয় শিক্ষানুরাগী, জনপ্রতিনিধি, সমাজসেবক ও প্রবাসী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব এ.কে.এম. সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রাহেল মিয়া ও আয়োকপাম অঞ্জুর যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কলেজ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও ভূমিদাতা এম.এ. আহাদ, যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ ফারুক, সদস্য মোজাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, সাদ উদ্দিন ফায়াজ প্রমুখ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্ণেল (অব.) সালেহ আহমেদ, মাধবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পুষ্প কুমার কানু, শিক্ষানুরাগী আনোয়ার হোসেন বাবু, মণিপুরি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি প্রতাপ কুমার সিংহ, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম.এ. ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, শিক্ষানুরাগী নজরুল ইসলাম মনির, সমাজসেবক সমরজিত সিনহা, প্রধান শিক্ষক ফখরুল ইসলাম ও ইউপি সদস্য আজিম মিয়া।
সভায় বক্তারা বলেন, কমলগঞ্জের দক্ষিণাঞ্চল দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষার ক্ষেত্রে অবহেলিত। আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন হলে এ অঞ্চলের মুসলিম, হিন্দু, মণিপুরি, খাসিয়াসহ বিভিন্ন নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় সুযোগ পাবে।
উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক সংগঠন “আদমপুর হেল্পিং হ্যান্ড ইউকে” এবং বাংলাদেশ কমিটির সক্রিয় সহযোগিতায় “আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন কমিটি” কলেজ নির্মাণে নিরলসভাবে কাজ করছে।
মন্তব্য করুন